
Let us help you!
Parbo Ami এমন একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম যা শিক্ষার্থী এবং পেশাদারদের নতুন দক্ষতা বিকাশের জন্য প্রফেশনাল অনলাইন কোর্স ,লাইভ ডিসকাশন, ইভেন্ট , এবং ক্যারিয়ার কাউন্সেলিং অফার করবে। এভাবে শিক্ষার্থীরা সঠিক পরিকল্পনা ও নিদর্শনার মাধ্যমে প্রজন্মের সাথে তাল মিলিয়ে চলতে পারবে।
প্রশিক্ষণে শিক্ষার্থীরা হয়ে উঠবে পারদর্শী , স্বপ্ন হয়ে উঠবে সত্যি। তাই আরো
জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট এ।
Student Clubs
Debate Club
ছাত্রছাত্রীদের মেধার বিকাশে ও বাগ্মীতা চর্চার জন্য আমরা নিয়ে এসেছি বিতর্ক ক্লাব। এই ক্লাব বিতর্কিকদের বিতর্ক করার সুযোগ করে দিবে এবং একইসাথে নানা ধরনের নতুন কার্যক্রম পরিচালনা করবে। বিতর্ক ক্লাবের কাঠামো ও বিধিমালা জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
Sports Club
স্বাস্থ্যই সকল সুখের মূল ।তাই লেখাপড়ার পাশাপাশী শিক্ষার্থীর মেধা ও মননের সঠিক বিকাশের লক্ষ্যে তৈরি হচ্ছে স্পোর্টস ক্লাব। ফুটবল, হ্যান্ডবল, দাবাসহ নানামুখী আয়োজনে থাকবে পুরস্কারের ব্যবস্থাও।নতুন নতুন কার্যক্রম জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
Science Club
আমাদের বিদ্যালয়ের আঙিনায় শুরু হতে যাচ্ছে সায়েন্স ক্লাবের রঙিন পথচলা।বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের জন্য এইবার আমরা আয়োজন করছি সায়েন্স ক্লাবের।এই ক্লাবে নানা প্রকার এর ইভেন্টের মাধ্যমে বিকশিত হবে মানসিক দক্ষতা ও সৃষ্টিশীলতা বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট ও পেইজে।
English Club
আধুনিক বিশ্বে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো ইংরেজি। তাই ইংরেজি ভাষা চর্চার জন্য আমরা গড়ে তুলছি ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এ ক্লাবের সদস্যরা সঠিক ইংরেজি ভাষার গুরুত্ব ও চর্চা, ইংলিশ রাইটিং ও পাবলিক স্পিকিং কমপিটিশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কুইজ
Drawing Club
একঘেয়েমী দূর করতে চিত্রাঙ্কন হতে পারে আদর্শ পন্থা। তাই কোমলমতি শিশু-কিশোরদের মানসিক দক্ষতা ও সৃষ্টিশীলতা বিকাশের জন্য ড্রইং ক্লাবে থাকবে ক্র্যাফটিং সহ নানা ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ড্রইং ক্লাব সম্পর্কে আরো জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট ও পেইজে।er mattis, pulvinar dapibus leo.
Writing Club
ছাত্রছাত্রীদের হাতের লিখা সুন্দরে উৎসাহিত করতে আমরা নিয়ে এসেছি হ্যান্ড রাইটিং ক্লাব।এই ক্লাবে হাতের লেখা সুন্দর ও দ্রুত করার উপায়সহ তৈরি করা হবে উৎসাহব্যঞ্জক পরিবেশ। ক্লাবের কাঠামো ও বিধিমালা জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
Music Club
সঙ্গীত শিল্প এমন একটি সংস্কৃতির ক্ষেত্র যা বর্তমানে যোগ্য পেশাদারদের চাহিদা বৃদ্ধি করছে। তাই আমাদের আঙিনায় শুরু হতে যাচ্ছে মিউজিক ক্লাবের রঙিন পথচলা। সংগীতশিল্প, সংগীতবিদ্যা, শব্দ রেকর্ডিং নৃতাত্ত্বিকবিদ্যার পাশাপাশি পারফরম্যান্সের ব্যবস্থা থাকবে এই ক্লাবে।
Poem Reciting
‘”যে কবিতা শুনতে জানে না সে মূক ও বধির থেকে যাবে।” বর্তমানে আকাশ সংস্কৃতির ভয়ঙ্কর থাবা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারে কবিতা পাঠের সংস্কৃতি হয়ে যাচ্ছে৷সঙ্কুচিত।। তাই আমরা গড়ে তুলছি Poem Reciting Club. ক্লাবের সম্পর্কে জানতে চোখ রাখুন পেইজে।




ALL STAR TEAM

STUDENT EVENTS
এবি ফাউন্ডেশন ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন উন্নয়নমুলক কর্মসূচী যেমন বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা দিবস, মৎস্য প্রকল্প, বিজ্ঞান মেলা, শিশু উন্নয়ন প্রকল্প, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড ইত্যাদি পালন করেছে।
আমরা বিশ্বাস করি যে এই ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে বিশেষ ভুমিকা পালন করে।কেননা তা শিক্ষার্থীদের মাঝে সুসম্পক গড়ে তোলে এবং তারা সাংগঠনিক, নেতৃত্ব প্রদানের ক্ষমতা অর্জন করবে যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করবে।

STUDENT DEVELOPMENT PROGRAM
নিয়মিত একাডেমিক লার্নিং এর পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য, AB Foundation চালু করেছে ই-লার্নিং প্ল্যাটফর্ম – Parbo Ami।
দক্ষ ও উপযুক্ত পেশাদারদের চাহিদা বাংলাদেশে দ্রুত বেড়ে চলেছে এবং প্রতিনিয়ত বাড়ছে নতুন নতুন স্কিলের চাহিদাও। এই শুন্যতা পুরণের লক্ষ্যে Parbo Ami শিক্ষার্থী এবং পেশাদারদের নতুন দক্ষতা বিকাশের জন্য প্রফেশনাল অনলাইন কোর্স এবং ক্যারিয়ার কাউন্সেলিং অফার করবে। Parbo amiর অন্যতম ভিশন হচ্ছে শিক্ষার্থীদের স্বপ্ন অনুসরণ করতে উৎসাহিত করা যা বাস্তবায়িত হবে আমাদের অভিজ্ঞ মেন্টর, কাউন্সেলিং আর আপডেটেড কারিকুলাম নিয়ে

FIND US ON
TESTIMONIALS OF TEACHERS
AB foundation এর মত একটি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। স্কুলের বিভিন্ন অভিজ্ঞতা আমাকে শিক্ষা প্রদানে আর উৎসাহিত করেছে।আমি ছাত্রদের শেখানোর পাশাপাশি তাদের কাছ থেকে শেখার আনন্দ পেয়েছি। তাছাড়া আমি বিশ্বাস করি প্রতিদিনই শেখার একটি নতুন সুযোগ এবং আমার মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদেরকে তাদের স্কুলের জিবনের বাকি বছরগুলোতেও সফলতার পথ প্রদশন করা।
We are student-centered hub that will provide you with top-notch classes, Study abroad counseling, student development programs, events, etc. Get a quick view of our activities and fill up the membership form to know more.