IMG_7960

We believe what we achieve

Youth is the future of us. AB Foundation is working closely for the youth. It also works for children and women. It provides medical help in the rural area. We can easily say that AB Foundation is working in several sectors. Not just working, It also gained success and it changed the sector in many ways.

Our Founder and Chairman

“১৯৭১ সাল ৩১ জুলাই ” জীবন যুদ্ধে পরাজিত হওয়ার দ্বারপ্রান্ত থেকে ফিরে, অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন স্যারের জীবনে শুরু হলো নতুন অধ্যায়।
১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে।বাবা চাচাসহ ৮/১০ জনের একটি টিম ভারতের বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষন নিয়ে দেশে ফিরে টিম লিডার এর দায়িত্ব নিয়ে বিভিন্ন পাক বাহিনীর ক্যাম্পে হিট এন্ড রান অভিযান শুরু করেন ডা. এম আমজাদ হোসেন স্যার।
আজকের এই দিনে সকাল ১১ টার দিকে দিনাজপুরের ফুলবাড়ীর ভেড়াম এলাকায় পাকবাহিনী উপর আক্রমন করতে ৭/৮ জনের একটি টিম নিয়ে পরামর্শ করতে হঠাৎ এক বয়স্ক লোক ভিক্ষুকের ( রাজাকার) বেশে স্যারদের সাথে কথা বলে চলে যায়, ১৫/২০ মিনিটের মধ্যে হঠাৎ পাকবাহিনী স্যারদের চারপাশ থেকে ঘিরে ফেলে ফায়ারিং করতে করতে এগোতে থাকে। ডাক্তার স্যারের হাতে ছিল এলএমজি ও সহ যোদ্ধা মোজাফ্ফর ক্রোস ফায়ারিং দিয়ে জাগায় নিতহ হন এবং সহযোদ্ধা খয়রাত আলী পাকবাহিনীর হাতে ধরা পড়ে বিদম পিটুনি খেয়ে ছাড়া পান। ডাক্তার স্যারের গুলি শেষ হওয়ায় পাকবাহিনীর ব্রাস ফায়ারে গুলি সরাসরি বাম পায়ের উরুতে লেগে ধানক্ষেতের পাশে লুটিয়ে পরেন। ২/৩ ঘন্টা পর সহযোদ্ধাদের সহযোগিতায় ভারতে রামগড় সামরিক হাসপাতালে ৭/৮ মাস চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে স্বাধীন বাংলায় ফেরত আসেন। উল্লেখ্য ১ লা আগষ্ট ভারত সরকার ঘোষনা দিলেন যত মুক্তিযোদ্ধা আহত হয়ে ভারতে আসবে তাদের চিকিৎসা করবে ভারতীয় মিলেটারী ও সামরিক হাসপাতাল। এজন্যেই দুরুত সুস্থ্য হতে পেরেছিলেন আমাদের ডাক্তার স্যার।
দেশে ফিরেই আমেরিকান ডাক্তার আর জে গাষ্ট স্যারের চিকিৎসা নিতে ঢাকায় এসে মুগ্ধ হয়ে স্বপ্ন দেখেন আমিও ডাক্তার হবো এবং অর্থোপেডিক সার্জন হবো। যে স্বপ্ন সেই কাজ ডা. আর জে গাষ্ট স্যারের অনুপ্রেরনা বঙ্গবন্ধুর সহযোগিতা মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের শিক্ষা বৃত্তি পেয়ে শুরু হলো ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ। বঙ্গবন্ধুর হাতের লেখা একটি চিঠি ও ১০০০/- টাকার খাম পৌঁছে যায় সেই অজঁপাড়াগায়ের সুবদেবপুর গ্রামে।
এই অজপাড়াগাঁ থেকে উঠে আসা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন স্যার ইতিহাসকে হার মানিয়ে শুধু বাংলাদেশ অর্থোপেডিক সার্জারীর অগ্রপথিকই নয় বিশ্ব পরিমন্ডলে বাংলার পতাকাকে করেছে পরিচিত। বাংলাদেশে যাকে বলা হয় হিপ এন্ড রিপ্লেসমেন্ট ( আর্থোপ্লাষ্টি) সার্জারীর প্রানপুরুষ। ৫ হাজারের অধিক হিপ এন্ড নী সার্জারী ও হাজার হাজার ট্রমা জটিল ও কঠিন রোগিকে দিয়েছে সুস্থ্য সুন্দর জীবন।
বঙ্গবন্ধুর সোনার বাংলা ও বতর্মান জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে নিজ এলাকায় মা- বাবার নামে গড়ে তোলেন এবি ফাউন্ডেশন বা আমেনা- বাকী রেসিডন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। যা শুরু থেকেই ইতিহাস গড়ছেন। অত্র এলাকা হয়েছে শিক্ষা নগরী ও অধ্যাপক ডা. আমজাদ হোসেন স্যারকে বলা হয় শিক্ষার কারিগর বা রুপকার। যা ইতিমধ্যে উত্তরবঙ্গ তথা সারা দেশ ব্যাপি আলোড়ন সৃষ্টি করেছে।
মৃত্যুর কোল থেকে ফিরে আসা সাদামনের এই মানুষটিকে আল্লাহপাক সব দিক থেকে সম্মানিত করেছেন। হয়েছেন দেশ সেরা অর্থোপেডিক সার্জন, দেশি- বিদেশি বিভিন্ন অর্গানাইজেশনের গুরুত্বপূর্ন পদে অধিণ্ঠিত হয়েছেন। সর্বশেষ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ” স্বাধীনতা পদকে ভূষিত করে দেখিয়ে দিলেন ভাল মানুষ ও ভাল কাজের মূল্য এক দিন না একদিন পাওয়া যায়।
স্বরণ করছি আজকের সেই বিভিষিকাময় দিনটিকে। যে দিনে হয়তো হারিয়ে যেতে পারতো আজকের প্রতি পদে সাফল্যগাঁথাএকজন সূর্য সন্তানকে। আমরা তথা সারাবাংলা ও বাংলার জনগন আপনাদের কাছে চিরঋনী। আপনাদের মত সাহসি, দেশপ্রেমিক যুবকদের জন্যই আমরা পেয়েছি আজকের স্বাধীন বাংলাদেশ।
স্যার ভাল থাকবেন, আপনার দেশ্যপ্রেম, মেধা, শ্রম ও সঠিক নেতৃত্ব দেশকে আরও এগিয়ে নিবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Our Running Projects

ParboAmi

কোন কর্মজীবনের পথ অনুসরণ করতে হবে, কেন তাদের অনুসরণ করা উচিত এবং কোথায় তাদের অনুসরণ করা উচিত তা নিয়ে তরুণদের বিভ্রান্ত বোধ করা খুবই সাধারণ।আমরা ParboAmi টিম  বিশ্বাস করি যে সঠিক পরিকল্পনা, নিদর্শনার মাধ্যমে তরুণদের মধ্যে এই ব্যাধিটি দূর করা যেতে পারে

কেননা পেশাগত অস্পষ্টতা  আপনার কর্মজীবনের যেকোনো পর্যায়ে আপনাকে প্রভাবিত করতে পারে, তাই এটি রোধ করার জন্য সঠিক নির্দেশনা পাওয়া  গুরুত্বপূর্ণ। ParboAmi গ্রুপে  দক্ষ অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কাউন্সেলিং এর  মাধ্যমেই বদলে যেতে পারে একেকটি জীবন, তৈরি হতে পারে একেকটি নতুন সম্ভাবনা ।

Career Development

In this competitive era you have to gain a special set of skills to move forward in your career. If you can’t develop those skills you’ll be left behind.That’s why AB Foundation started a Career Development programme to train people to move forward in their career field.

Online Learning

There is no right time or age for learning. It is an ongoing process from your birth to death. In the world of the internet, numerous ways are open for learning. AB Foundation launched this Online Learning project to reduce the hassle and provide a good quality material for the knowledge thirst people of the internet.

What People Saying About Us!

SOME PROJECTS WE DID

Tree Plantation Project

Pic 5

Street Child Education

Picture5

Women Empowerment

P1

Agro Project

Pic 8

Child Development Centre

Pic 12

Women Empowerment

20211025_082418

Agro Project

ab2

Tree Plantation

DSC03494
0
STUDENTS GRADUATED
0
ALUMNI OVER
0
RUNNING STUDENT
0
VOLUNTEERS

We believe what we achieve

Warmth & True Support
For Needed People

Youth is the future of us. AB Foundation is working closely for the youth. It also works for children and Women. It also provides medical help in the rural area. We can easily say that AB Foundation is working in several sectors. Not just working, It also gained success and it changed the sector in many ways.

Latest Causes

80%

Medical Treatment

Medicine

School Health Care Program aims to provide the government school going child a complete health care coverage with no cost to the families. As a part of this program some kids from the school itself are identified as health volunteers who work as peer educators for health awareness and propagating good health.

50%

Rural Development With Training Skill

Training & Employment

We help you to measure learning effectively and take your assessment ambitions further. We support the professionals behind every sense of achievement, from school age to working life, across a world of subjects and sectors.

40%

Education For People

Education

Creating Sustainable Futures for All explores the complex relationship between education.

IMG_8122

We believe what we achieve

Join With Us

Youth is the future of us. AB Foundation is working closely for the youth. It also works for children and Women. It provides medical help in the rural area. AB Foundation is working in several sectors. Not just working, It also gained success and changed the sector in many ways.